আমাদের কথা খুঁজে নিন

   

পুত্রের প্রতি পিতা



পুত্র শুধায়, বন ত্যাগি গ্রামে আমি চলি যদি যাই, বল পিত: দয়া করি তোমারে শুধাই? কি চরিত্র কি আকার দেখিয়া লোকের, মিশিব মিত্রের মত সঙ্গে তাহাদের? পিতা কহিলেন, তাহার হইবে তুমি বিশ্বাসভাজন, বিশ্বাসের পাত্র হ'তে যে চায় তোমার, শুনিতে তোমার কথা যার অকিঞ্চন, তব অপরেধে ক্রোধ না উপজে যার। কায়মনবাক্যে তব অনিষ্ট কামন, ভ্রমেও তোমার যেই করে না করিবে নির্ভেয় তার হৃদয় অর্পণ, যখন যাইবে ছাড়ি এই বন। হরিদ্রাবর্ণের মতো অনুরাগ যার, এই আছে, এই নাই, সে নহে তোমার মিত্রতার উপযুক্ত মর্কটের প্রায়, তাহার চঞ্চল চিত্ত নানা দিকে যায়। ক্ষণে তুষ্ট, ক্ষণে রুষ্ঠ, এমন লোকের সংসর্গে বিপদ বৎস ঘটে মানবের ত্যাজিবে এরূপ বন্ধু অতি সাবধাণে, যদিও থাকিতে হয় জনহীন স্থানে। 'জাতক' অবলম্বনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.