আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সংসদ নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী দিচ্ছে। এতেই প্রমাণ হয় শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে এখন তার জ্বালা বুঝতে পারছে। গতকাল সকালে মহেশপুর উপজেলার খালিশপুরে আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নবী নেওয়াজ এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, আলী আজগর টগর এমপি, কৃষকলীগ নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও শরিফুল ইসলাম প্রমুখ।
শিল্পমন্ত্রী পরে চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি পরিদর্শন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।