ধানমন্ডি ৪ নম্বর মাঠের কংক্রিটের উইকেটে নিয়মিত অনুশীলন করে মোহামেডান। আবাহনীর বিপক্ষে ম্যাচ, তার উপর খেলা মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের কালো মাটির উইকেটে। সেই কথা মাথায় রেখে গত পরশু দলকে নিয়ে কোচ খালেদ মাসুদ পাইলট অনুশীলন করেন ইনডোর স্টেডিয়ামের উইকেটে। সেখানে কোচ নিজে ঘণ্টা খানেক ব্যাটিং করান শামসুর রহমানকে। সেই অনুশীলনের ফল পেলেন শামসুর গতকাল আবাহনীর বিপক্ষে। ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে মোহামেডানকে উপহার দেন ৩ উইকেটের অসাধারণ জয়। গতকালের ইনিংসটিকে ক্যারিয়ারের অন্যতম সেরা বললেন জাতীয় দলের এই ক্রিকেটার।
আবাহনীর বিপক্ষে তিনি ব্যাট করতে নামেন ৪২ রানে উপল থারাঙ্গার আউটের পর। এরপর শেষ পর্যন্ত খেলে দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন। ১১৫ বলের ইনিংসটিকে ক্যারিয়ারের অন্যতম সেরা বলতে দ্বিধা করেননি মিডিয়ার মুখোমুখিতে, 'এটা আমার কারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ইনিংস। ব্যাট করতে এসে শুরুতে আউট হয়ে যাচ্ছিলাম। কিন্তু আমার টার্গেট ছিল বড় ইনিংস খেলা। সেটা খেলতে পেরে ভালো লাগছে।'
এর আগেও আবাহনী-মোহামেডান ম্যাচ খেলেছেন। কখনো জিতেছেন। কখনো হেরেছেন। তবে গতকালের মতো একটা সুখ কখনো অনুভব করেননি হৃদয়ে, 'আবাহনীর বিপক্ষে সেঞ্চুরি করতে পেরে ভালো লাগছে। কেননা আবাহনী-মোহামেডান ম্যাচ সব সময়ই বড় ম্যাচ। এসব ম্যাচে রান করলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। আমরা ভালো বোলিং করিনি বলে ওরা বড় স্কোর গড়ে। তবে উইকেটের আচরণ ভালো ছিল। যা আমাদের সহায়তা করেছে।' জাতীয় দলে গত এক বছর ধরে খেলছেন। ওয়ানডে খেলেছেন। তবে খেলা হয়নি টেস্ট। টি-২০ ম্যাচও খেলেছেন।
আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড। আপাতত সিরিজ নিয়ে ভাবছেন না গতকালের ম্যাচ সেরা, 'আমি জাতীয় দল নিয়ে এখন ভাবছি না। যেখানেই খেলবো, টার্গেট রান করা। ভালো খেললেই সুযোগ পাওয়া যাবে জাতীয় দলে।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।