স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করলে তাকে বারডেম হাসপাতাল থেকে ইব্রাহীম কার্ডিওলজি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। কার্ডিওলজি বিভাগের প্রধান কর্ণেল রেজাউল করিমের তত্ত্বাবধানে তিনি ডিবি পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন। আজ মেডিকেল টিম গঠন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সপুর সহধর্মিনী আনজুমান আরা বেগম গতকাল রাতে বাংলাদেধ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সপু ডায়বেটিক, উচ্চ রক্তচাপ, আলসার, গ্যাস্টিকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত। দেশবাসীর দোয়া কামনা করেন সপু পত্নী।
এদিকে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুর রিমান্ড ও জামিনের শুনানি আগামী ২৬ নভেম্বর নির্ধারণ করেছে আদালত। বাবু পিঠে, হাটু ও কোমরে প্রচন্ড ব্যাথা অনুভব করছেন বলে তার পরিবার জানিয়েছে। গত ১৫ নভেম্বর রাজধানীর বাংলামোটর মোড় থেকে গ্রেফতার করা হয় স্বেচ্ছাসেবক দলের এই দুই নেতাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।