মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলার রায় ফাঁসের ঘটনায় গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার হয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত তদারকিতে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় সাংবাদিকদের এ কথা বলেন। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে কিছু বলা যাবে না জানিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা। এর আগে ট্রাইব্যুনালের গ্রেফতার হওয়া কর্মচারী নয়ন আলীকে নিয়ে ওই আদালত প্রাঙ্গণে হাজির হন ডিবি কর্মকর্তারা। পরে তার কক্ষে তল্লাশি চালিয়ে বেশ কিছু আলামত উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তা কৃষ্ণপদ রায় বলেন, রায় ফাঁস হওয়ার ঘটনায় তদন্তের অগ্রগতি হয়েছে। এ ঘটনায় গ্রেফতার নয়নকে ট্রাইব্যুনালে এনে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। ট্রাইব্যুনালের বিচারপতিদের সঙ্গেও কথা হয়েছে। তবে এখনই কোনো কিছু বলা যাবে না। তদন্তের অগ্রগতির বিষয়ে বিভিন্ন সময় জানানো হবে।
জানা গেছে, সকালে নয়নকে ট্রাইব্যুনালে নিয়ে গিয়ে তার কক্ষে তল্লাশি চালিয়ে বেশ কিছু আলামত উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। রায় ফাঁসের ঘটনায় ৪ অক্টোবর ট্রাইব্যুনালের দুই কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেনকে আটক করা হয়। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।