জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনই দুই সেঞ্চুরি। কাল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সেঞ্চুরি দুটি করেছেন ঢাকা বিভাগের দুই ব্যাটসম্যান রকিবুল হাসান ও শুভাগত হোম। জোড়া সেঞ্চুরিতে রংপুর বিভাগের বিরুদ্ধে প্রথম দিনেই রানের পাহাড়ের উঠছে ঢাকা বিভাগ। তারা চার উইকেট হারিয়ে করেছে ৩৫৭ রান। রকিবুল ১৫৪ রানে অপরাজিত। শুভাগত হোম নট আউট রয়েছেন ১০১ রান করে। এছাড়া রনি তালুকদারের ব্যাট থেকেও এসেছে ৭৩ রান। খুলনা আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিরুদ্ধে স্বাগতিক খুলনা বিভাগও ভালো অবস্থানে। দিন শেষে ছয় উইকেট হারিয়ে তারা করেছে ২৫২ রান। হাফ সেঞ্চুরি করেছেন রবিউল ইসলাম রবি, এনামুল হক বিজয় ও তুষার ইমরান। তবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রাজশাহী বিভাগকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে সিলেট। আবু জায়েদ ও এনামুল হক জুনিয়রের দাপুটে বোলিংয়ে মাত্র ২১৭ রানেই অলআউট হয়ে যায় রাজশাহী। সর্বোচ্চ ৬৩ রান এসেছে জুনায়েদ সিদ্দিকীর ব্যাট থেকে। জায়েদ পাঁচটি এবং চার উইকেট নিয়েছেন এনামুল। সিলেট তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন থেকে কোনো উইকেট না হারিয়ে ৯৫ রান করেছে। ৬১ রান করে অপরাজিত রয়েছেন সায়েম।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা মেট্রোকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে চট্টগ্রাম। মনিরুজ্জামানের দারুণ বোলিংয়ে ২২১ রানেই অলআউট হয়ে যায় মেট্রো। হাফ সেঞ্চুরি করেছেন সৈকত। মনিরুজ্জামান ৪৯ রানে নিয়েছেন চার উইকেট। পরে চট্টগ্রাম ব্যাট করতে নেমে নাফিজ ইকবালের অপরাজিত ৬০ রানে তিন উইকেট হারিয়ে ৮৪ রান করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।