আমাদের কথা খুঁজে নিন

   

পুরানো জঞ্জাল

কালের কবি ইমতিয়াজ

শেষ কবে লিখেছি মনে নেই
নেই সেই ছন্দ ধারা ,জীবনের খেই
আর লিখতে চাইনা
দ্রোহের মাঝে আর সুখ পাই না !
তিল তিল করে সময়ের গর্ভে বিলীন
স্বাধীনতা মুক্তি যেন রক্তাক্ত মলিন !
বছর ঘুরে বছর আসে
বাতাস দূষিত রক্ত লাশে
তবুও মাদকতায় বন্দী জাতি
আশার ললাটে বুঝি বিষাদ রাতি !
আমি কাঁদি তীব্র ব্যথায়
তুমি হাসো নববর্ষের কথায় !
একি মুক্তি , নাকি প্রাপ্তি
আমার বক্ষ জুড়ে বুলেটের ব্যাপ্তি !
আজো বন্দী ,স্বজাতির হাতে
রক্ত ঝরে ,মরে মুমিন প্রতিঘাতে ।
কত যুগ কেটে গেছে , কত কাল
কত স্বপ্ন বুনেছি আমি কত ঊর্ণাজাল !
ধ্বংস পথে মলিন জাতি ,চলছে মহাকাল ।
এখানে নতুন দিন নাহি আসে
তবুও হাসি মুখে উদাস তুমি নববর্ষে
এখানে সভ্যতা ফিরে চলে
পুরানোদিনের অনর্থক জঞ্জালে
আমরা একবিংশ শতাব্দী দেখিনা
তব সভ্যতা গেয়ে চলে ঊনিশের বন্দনা !
আমরা মুক্তিদেখিনা .জীবন রচিনা
এখানে ককটেল ফাটে ,সূর্য দেখিনা ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।