আমাদের কথা খুঁজে নিন

   

বিচি টিপে টিপে শীম কিনার অভ্যাস আমার জন্মগত...

মুক্ত মন....সারাক্ষণ

তরকারিঅলা আলু মাপতে মাপতে জিজ্ঞেস করলেন, "ভাই, ৫ তারিখ কি হইবো?"

" কী হইবো?" নুয়ে নুয়ে বিচি টিপতে টিপতে জানতে চাইলাম আমি। বিচি টিপে টিপে শীম কিনার অভ্যাস আমার জন্মগত।

"৫ তারিখের ইলিকশন কি হইবো?"

"অ। হ হইবো"

"গণ্ডগোল-মণ্ডগোল কি হইবো?"

"মনে তো হয় হইবো"

"আমলিক তো জিইত্তাগেছে, এখন কি হইবো?"

"ইলেকশন হইবো"

"ইলেকশন হইয়া কি হইবো?"

"আমলিক জিতবো"

.............................

আজ সকালে সি এনজিতে ওঠার পর চালক জিজ্ঞেস করলেন, "কাকু ৫ তারিখ কি হইবো?"

"কী হইবো?" সিটে হেলান দিয়ে ঝিমুতে ঝিমুতে জানতে চাইলাম আমি।

"৫ তারিখের ইলিকশন কি হইবো?"

"না হইবো না"

জায়গায় দাঁড়িয়ে গেল সি এনজি। ব্রেকের ধাক্কা সামলাতে না পেরে সামনের লোহার খাঁচায় আছড়ে পড়ল মাথাটা।
....মিনিট কয়েক কপালে হাত দিয়ে অচেতন অবস্থায় সিটের উপর চিৎ হয়ে পরে রইলাম আমি।

....ঠিক যেমনটা পরে আছে আজ পুরো বাংলাদেশ।



সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.