আমাদের কথা খুঁজে নিন

   

ফরিদপুরে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদি গ্রামে আজ সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে আজম চঞ্চল জোয়াদ্দার নামের এক মত্স্য ব্যবসায়ীকে হত্যা করেছে।

এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। হত্যাকান্ডের ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাসদি গ্রামের মৃত আবুল খায়েরের পুত্র মত্স্য ব্যবসায়ী আজম চঞ্চল জোয়াদ্দার (৪৭) কে গতকাল রাতে সন্ত্রাসীরা বাড়ী থেকে তুলে নিয়ে যায়।

পরে তারা চঞ্চলকে স্থানীয় ওলিয়ার শেকের বাড়ীতে বেঁধে রেখে নির্যাতন চালায়। আজ ভোরে সন্ত্রাসীরা চঞ্চলকে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে। পরে সন্ত্রাসীরা সকালে চঞ্চলকে মধুখালী উপজেলা হাসপাতালে রেখে পালিয়ে যায়। চঞ্চলের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকেরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। হাসপাতালে আনার পথে চঞ্চল মারা যায়।

এ ঘটনার পর পুলিশ ওলিয়ার শেককে আটক করেছে। নিহতের ভগ্নিপতি রেজাউল করিম জানান, স্থানীয় কতিপয় যুবকের সাথে মাছের ব্যবসা নিয়ে চঞ্চলের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই তাকে খুন করা হয়েছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুনের সাথে জড়িতদের আটকের চষ্টো চলছে।     



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.