আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে গণপিটুনীতে ৩ জলদস্যু নিহত

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরাঞ্চলে গণপিটুনীতে তিন ‘জলদস্যু’ নিহত হয়েছেন। নিহতরা হলেন, কমান্ডার ফারুক হোসেন ৪২) এবং কালু ও নূরউদ্দিন।

আজ বিকেলে হাতিয়ার হরণী চানন্দী ইউনিয়নের পাতারচরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফারুক কমান্ডার লোকজন নিয়ে নঙ্গলিয়ার চরের ভূমিহীন বাজার এলাকায় গেলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে। পরে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাতারচরে তাদের আটক করে গণপিটুনি দেয়া হয়।

এতে ঘটনাস্থলে ফারুক কমান্ডার নিহত হন। এ সময় আহত হন কালু ও নূরউদ্দিন। হাসাপাতালে নেয়ার পর রাতে তাদের মৃত্যু হয়।

ফারুক কমান্ডার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রহমতপুর গ্রামের নূরউদ্দিন লাঠিয়ালের ছেলে। কয়েক বছর পূর্বে ফারুক কমান্ডার হাতিয়ার নঙ্গলিয়ার চরের আদর্শগ্রাম এলাকায় বসবাস শুরু করেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হাতিয়া থানায় দুটি হত্যা ও অপরহণ মামলা রয়েছে। এছাড়া চরজব্বার ও রামগতি থানায় হত্যা, লুটতরাজ, ধর্ষণ ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.