গণতন্ত্র রক্ষার নামে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ১৪ দলীয় জোট ও ১৮ দলীয় জোট দেশবাসীকে ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে। তারা ক্ষমতার জন্য দেশবাসীর জান ও মাল নিয়ে ছিনিমিনি খেলছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ইসলামী সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবীর। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ ইয়াছিন আবু জাফর মো. ইকবাল, মোহাম্মদ ইয়াছিন, আকিক হাবিবুজ্জামান, মোহাম্মাদ ইউসুফ আলী, আমির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবীর বলেন, এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় ইসলামী অনুশাসন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। প্রচলিত রাজনৈতিক দল ও বিভিন্ন ইসলামী দলের ইসলামের নামে উগ্রতা, জঙ্গি তৎপরতা ও নৈরাজ্যমূলক অপতৎপরতার কারণে ইসলাম নিয়েও মানুষের মাঝে চলছে বিভিন্ন রকম বিভ্রান্তি। এ অবস্থাকেও চলতে দেওয়া যায় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।