আমাদের কথা খুঁজে নিন

   

জোহানেসবার্গ টেস্ট আজ শুরু

এই প্রথম শচীন টেন্ডুলকারকে ছাড়া দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলছে ভারত। মাস খানেক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন টেন্ডুলকার। টেন্ডুলকারকে ছাড়া বিশ্বচ্যাম্পিয়ন ভারত তুলোধুনো হয়েছে ওয়ানডে সিরিজে। হোয়াইটওয়াশ হয়নি বৃষ্টিভাগ্যে। ওয়ানডে সিরিজের হারের তিক্ত স্বাদ নিয়েই ভারত আজ জোহানেসবার্গে দুই টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামছে প্রোটিয়াসদের বিপক্ষে। দ্বিতীয় টেস্ট ২৬-৩০ ডিসেম্বর, ডারবানে।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের পারফরম্যান্স আহামরি কিছু নয়। এখন পর্যন্ত ১০টি সিরিজ খেলেছে দুই দল। তাতে জয়ের পাল্লা বেশি প্রোটিয়াসদের। পাঁচটি সিরিজ জিতেছে তারা। আর ভারত জিতেছে দুইবার। শেষ তিন সিরিজ জিতেনি কোনো দল। ১৯৯২-৯৩ সালে প্রথম টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যায় ভারত। সেবার চার টেস্টে সিরিজে হেরেছিল ১-০ ব্যবধানে। ভারত যে দুটি সিরিজ জিতেছে, তার দুটিই নিজেদের মাটিতে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত এখন পর্যন্ত দুটি টেস্ট জিতেছে মাত্র। ২০০৬-০৭ সালে প্রথম জিতেছিল এবং সর্বশেষ জিতেছে ২০১০-১১ সালে। ২০১০-১১ সালেই ভারত সিরিজ ড্র করেছে প্রোটিয়াসদের বিপক্ষে তাদের মাটিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.