আমাদের কথা খুঁজে নিন

   

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু আজ

টঙ্গী তুরাগ নদের তীরে আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। জোড় ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে তাবলিগ অনুসারী তিন চিল্লার লাখ লাখ সাথীরা ইজতেমা ময়দানে শরিক হবেন। ইজতেমা ময়দানে আগত মুসলি্লদের নিরাপত্তায় রয়েছে পর্যাপ্ত পুলিশ র্যাবসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক মুসলি্ল ময়দানে উপস্থিত হতে অনেক কষ্ট হবে। ইজতেমামুখি মুসলি্লরা গতকাল থেকেই ময়দানে আসতে শুরু করেছেন। দেশি বিদেশি লাখ লাখ মুসলি্ল অংশ নেবেন এ সম্মেলনে। সম্মেলনে আগত মুসলি্লদের উদ্দেশে ঈমান ও আকিদাসহ ছয় উসুল সম্পর্কে বিস্তারিত বয়ান করবেন বিশ্ব তাবলিগের বরেণ্য বুজুর্গ মুরুবি্বরা। এছাড়া জোড় সম্মেলনে ২০১৪ সালের বিশ্ব ইজতেমা সফল করতে সব প্রস্তুতি ও কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।

ইজতেমা ময়দানের মুরবি্ব মো. গিয়াস উদ্দিন ও মো. সিরাজ মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। জোড় ইজতেমা সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মুরবি্বরা আরও বলেন, জোড় ইজতেমা শেষে ২৪ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন। মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় মহাসম্মেলনের ৪৯তম বিশ্ব ইজতেমা। ২০১৪ সালের ২৪ জানুয়ারি শুরু হয়ে ২৬ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৪ দিন বিরতি দিয়ে ৩০ জানুয়ারি শুরু হয়ে ১ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ৪৯তম বিশ্ব ইজতেমা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.