লা লিগায় শনিবার রাতটা বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। টানা দুই হারের পর রিয়াল মাদ্রিদের সামনে ছিল আপন পথে ফিরে আসার লড়াই। কাতালান ডার্বিতে বার্সেলোনার লক্ষ্য ছিল গতিপথটা ধরে রাখা। অন্যদিকে লা লিগার শীর্ষে থাকার লড়াইয়ে নেমেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার সেরা তিন দল শনিবার সফল হয়েছে নিজেদের মিশনে।
অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কাতালান ডার্বিতে এসপানিয়লকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানেই আছে বার্সেলোনা। অন্যদিকে রেয়ো ভলকানোকে ৫-০ গোলে উড়িয়ে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা এবং ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
গোলদাতার তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো ২৮ গোল নিয়ে শীর্ষে, ২৫ গোলে দিয়েগো কস্তা দ্বিতীয় এবং ২৩ গোলে তৃতীয় লিওনেল মেসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।