আমি মাঝে মধ্যে লেখি । সমলোচনা করি।
সুখ গুলো রঙ্গিন ,
বেদনা গুলো নীল ।
হয়তো বেদনার সাথে আমার জীবনের মিল ।
বিধি তার গ্রন্থে রেখেছে লিখে
কে কত দিন থাকবে সুখে ।
এতদিন সুখ চাইনি তবুও পেয়ে গেছি ,
পরম আদরে বুকেতে জড়িয়ে
যোন্ত্রনাকে বরন করেছি , শত চেষ্টা করে ও বুঝতে পারিনি মোনটাকে আমার,
কারন আমার মোনটা ছিল শুধু তোমার ।
মরতে চেয়েও মরতে পারিনি
পাপ হবে বলে ,
বাচতে চেয়েও আচতে পারিনি
তুমি নেই বলে ।
যদি কোন দিন মনে পরে আমায়
তবে সেই মেঘনার লেকের পারে যেও,
মনের অজান্তে না হয় একটু আবেগ দিয়ে ভালবেস,
আমি দুর বহুদুর চলে যাব,
তবে যাবার আগে শেষ বারের মত
বলে যাচ্ছি সত্যিই আমি তোমাকে
আমার প্রানের চেয়ও বেশী ভালবাসি ।
ম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।