আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় বিদ্রোহীদের মধ্যে আন্তঃকোন্দলে নিহত ৫০

সিরিয়ায় বিদ্রোহীদের বিভিন্ন গ্রুপের মধ্যে প্রচণ্ড সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত ও আরো অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

সম্প্রতি সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক ও ইসিলের সদস্যরা বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট ও মহাসড়ক দখল করে নেয়। রোববার বিদ্রোহীরা আল-কায়েদার সন্ত্রাসীদের কাছ থেকে ওইসব স্থাপনার দখল ফিরিয়ে নেয়ার জন্য হামলা চালালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে এসব সংঘর্ষ হয়েছে। লন্ডনভিত্তিক অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত সাতজনকে ইসিলের সদস্যরা আটকের পর ব্রাশ ফায়ার করে হত্যা করেছে। এ ছাড়া, ইসিলের অন্তত নয় সন্ত্রাসী প্রতিপক্ষের গুলিতে প্রাণ হারিয়েছে।

সম্প্রতি ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগের এক জরিপে বলা হয়েছে, সিরিয়ার সরকার ও জনগণের বিরুদ্ধে লড়াইরত প্রায় এক লাখ বিদ্রোহী অন্তত এক হাজার গ্রুপে বিভক্ত। এতে বলা হয়, বিদ্রোহীদের মধ্যে প্রায় ১০,০০০ আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এবং বাকি ৯০,০০০ অন্যান্য জঙ্গী গোষ্ঠীর সদস্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.