আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাসিনো সম্রাটের দৈনিক আয় ৩০৫ কোটি!

মার্কিন ব্যবসায়ী শেলডন অ্যাডেলসন। ক্যাসিনো সম্রাট বলা হয় তাকে। কেননা ফোর্বস পত্রিকার মতে, ২০১৩ সালে অ্যাডেলসন প্রতিদিন গড়ে আয় করেছেন ৪১ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ২৫৪ কোটি রুপি। বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৩০৫ কোটি টাকা।

লাস ভেগাস, ম্যাকাও আর সিঙ্গাপুরে তার ক্যাসিনো ব্যবসা সারা বছরই ছিল জমজমাট।

আর বছর শেষের হিসাব মতে, যেসব ধনকুবেররা দৈনিক হিসেবে সবচেয়ে বেশি আয় করেছেন তাদের মধ্যে প্রথম স্থানই অধিকার করেছেন মার্কিন এ সম্রাট।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ফেসবুক মালিক মার্ক জুকেরবার্গ। বছরশেষে তার দৈনিক আয় ছিল ১৩.৬ বিলিয়ন ডলার বা ২৩০ কোটি রুপি। সামান্য কিছু ব্যবধান নিয়ে তৃতীয় স্থানে আছেন অ্যামাজন-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বিখ্যাত লগ্নিকারী ওয়ারেন বাফে দৈনিক আয়ের হিসেবে এ তালিকায় আছেন চার নম্বরে।

পাঁচ থেকে আট নম্বর তালিকার সব কটা দখল করেছে ওয়ালটন পরিবার। পৃথিবীর ধনীতম এই পরিবার আবার ওয়ালমার্টেরও মালিক।

তালিকার একেবারে শেষ দুই জায়গায় আছেন ইন্টারনেট দুনিয়ার রথী মহারথী। ৯ নম্বরে আছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং শেষ জায়গার দখলটি নিয়েছেন মাইক্রোসফটের মালিক বিল গেটস।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।