আমাদের কথা খুঁজে নিন

   

৩৫তম বিসিএস প্রিলি. প্রস্তুতি

১. 'ব্রাত্য' শব্দের সমার্থক-

ক. পতিত খ. ব্যয়্যত গ.বূ্যহ ঘ. ব্রত

২. 'গণদেবতা' উপন্যাস কার লেখা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুরখ. তারাশঙ্কর বন্দ্যোপধ্যায়

গ. অন্নদাশঙ্কর রায়ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৩. 'বড়র পিরিতি বালির বাঁধ। ক্ষণে হাতে দড়ি, ক্ষণেক চাঁদ'- কার রচনা?

ক. আলাওল খ. ভারতচন্দ্র রায় গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. শেষ ফজলুল করিম

৪. একাত্তরের দিনগুলো কে লিখেছেন?

ক. জাহানারা ইমাম খ. হাসান ইমাম গ. আলী ইমাম ঘ. আখতার ইমাম

৫.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?

ক. দেবদাসখ. শ্রীকান্ত গ. চরিত্রহীনঘ. গৃহদাহ

৬. 'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!-এই বাক্যের 'কী' এর অর্থ-

ক. ভয় খ. রাগ গ. বিরক্তি ঘ. বিপদ

৭. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র কোনটি?

ক. সমাচার দর্পণখ. বেঙ্গল গেজেট গ. রঙ্গদর্শনঘ. দিগ্দর্শন

৮.'কবর' কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক. রাখালী খ. বালুচর গ. নক্সী কাঁথার মাঠ ঘ. সোজন বাদিয়ার ঘাট

৯. ঐতিহাসিক উপন্যাস হল_

ক. রাজসিংহ খ. পথের দাবি গ. জননী ঘ. হাজার বছর ধরে

১০.'কেওয়াট'-এর আভিধানিক অর্থ কোনটি?

ক. কপোট খ. কেউটে গ. কপাট ঘ. করোটি

উত্তরমালা : ১.ক ২.খ ৩.খ ৪.ক ৫.খ ৬.গ ৭.ঘ ৮.ক ৯.ক ১০.গ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.