25 December 2013.
Jubaidul Islam Rukon at National Institute Of Traumatology and Orthopaedic Rehabilitation - NITOR
৫ম দিনের মত হাসপাতালের সবাই ঘুমের আয়োজন
করছে। আমিও অনেক আয়োজন করেই ঘুমের
চেষ্টা করছি। ব্যথার ইনজেকশন, ঘুমের ঔষধ আরও অনেক
কিছু। তারপরও হয়তো গত চার রাতের মত নির্ঘুম রাতই
কাটাতে হবে।
27 December 2013 ·
Jubaidul Islam Rukon at National Institute Of Traumatology and Orthopaedic Rehabilitation - NITOR
৭ম দিনের মাথায়ই পরিচিত মুখগুলো কেমন যেন
ফ্যাকাসে হয়ে যাচ্ছে।
বাস্তবতার তাগিদে সবাই
যার যার কাজে ছুটছে। সবারই সমস্যা বাড়ছে। এটাই
নিয়তি,এটাই বাস্তবতা। তাই আমিও বাস্তবতার
সাথে মানিয়ে নেবার চেষ্টা করছি। কিন্তু খুব
কষ্ট হয়।
বাস্তবতা বড় কঠিন .....
30 December 2013
Jubaidul Islam Rukon at National Institute Of Traumatology
and Orthopaedic Rehabilitation - NITOR
আমার মনে হয় না অন্যের উপর নির্ভরশীলতার
চেয়ে কষ্টকর কিছু আছে। সারাজীবন অন্যের উপর
নির্ভরশীলতা এড়িয়ে চলার চেষ্টা করেছি।
পরীক্ষা হল থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত
নিজে যা পেরেছি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার
চেষ্টা করেছি । কারো কাছে হাত পাতা ; অনুনয়
বিনয় করে কিছু আদায় করা আমার
চিন্তা শক্তিতে কাজ করতো না।
কিন্তু আজ আমি পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল।
কি যে কষ্ট তা কাউকে বলে বোঝানো যাবেনা।
বিশেষ করে খুব আপনজন যখন তাদের
ব্যবহারে বাস্তবতাকে কঠিনভাবে বুঝিয়ে দেয়
তখন মুখে আর কোন ভাষা থাকেনা !! কোন
সান্তনাই কাজে আসেনা !!!
আল্লাহ যদি সুস্থ করে ইচ্ছা আছে ভবিষ্যতে লেখাগুলো বড় করার। সবাই দোয়া করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।