নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর মত দু চোখ দিয়ে ঠিকরে বেরোয় জীবনের প্রতি অথবা জন্মানোয় প্রবল ঘৃনা
আমার অপূর্ণ চাওয়া গুলো
হয়তো একদিন থেমে যাবে
মনের জাগ্রত বাসনা গুলো
নীরব নির্বাক হয়ে যাবে
না পাওয়ার কষ্ট গুলো
নীরবে গুমরে কাঁদবে
অশ্রুজলে ভাসবে দু-নয়ন
ব্যাথার ঝড়ে বৃষ্টি হবে
বিনা বারি বর্ষনে হবে প্লাবন
আমার সময় যখন অসময় হবে
চোখের বৃষ্টি থেমে যাবে
যখন আলোকিত পৃথিবীটা
চোখের কাছে অন্ধকার মনে হবে
তখন হয়তোবা আর তোমাকে-
জীবনের শেষ দেখা দেখতে পাব না
তাতে আমার ক্ষতি নেই
ক্ষতি হবে কেন ,আমি তো . . . . .
আমি ভালবেসে তোমায়
কিছুই দিতে পারি-নি
তাতে কি
সুখের আনন্দে না হয় দুঃখের কান্নায়
এ জীবনটা বিলিয়ে দিয়েছি তোমায়
এটাই আমার সান্তনা কম কিসে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।