ঘোষিত মজুরি কাঠামোয় মজুরি পরিশোধের দাবিতে চট্টগ্রাম ইপিজেড ও কেইপিজেডের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা গতকাল সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নতুন কাঠামোয় মজুরির দাবিতে কেইপিজেডের পোশাক কারখানা ইউসিবিও, সিইপিজেডের জে এম এফ ও গ্লোবালের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেছে। আর মঙ্গলবার বিকালে সিইপিজেডের ইয়ং ইন্টারন্যাশনাল, আরটিটি, আল সালাম ও কেইপিজেডের বেনকট কারখানায় শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ করে। শ্রমিকদের অভিযোগ, গত ডিসেম্বর থেকে নতুন কাঠামোয় মজুরি দেওয়ার কথা থাকলেও সে অনুযায়ী দেওয়া হচ্ছে না। এ ছাড়া জ্যেষ্ঠতাও মানা হয় না। শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান জানান, মঙ্গলবার বিকালে নতুন কাঠামোয় মজুরি পরিশোধের দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে বেপজা ও পুলিশের মধ্যস্থতায় মালিক-শ্রমিকের বৈঠকে আগামীকালের মধ্যে নতুন কাঠামোয় মজুরি পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেয়।
আশুলিয়া প্রতিনিধি জানান, আশুলিয়ার জিরাবো এলাকার সিলভার স্টাইল কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কয়েকদিন ধরে কর্মবিরতি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে কারখানায় প্রবেশের পর কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করতে থাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।