আমাদের কথা খুঁজে নিন

   

মিশ্র সরকারব্যবস্থার প্রস্তাব দেবে বিএনএফ

জাতীয় সংসদে মিশ্র পদ্ধতির সরকারব্যবস্থার প্রস্তাব দেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। আজ শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনএফের প্রধান সমন্বয়কারী এস এম আবুল কালাম আজাদ এ কথা জানান।

ঢাকা-১৭ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মনিরপেক্ষতা একসঙ্গে রয়েছে। এ দুটি বিষয় পরস্পরবিরোধী হওয়ায় একসঙ্গে চলতে পারে না। তিনি সংসদে গিয়ে সংবিধানের সব ধরনের অসংগতি নিরসনে কাজ করবেন বলে জানান।

আবুল কালাম আজাদ বলেন, দেশে স্থিতিশীল গণতন্ত্রের জন্য নির্বাচনের দরকার ছিল। এখন দরকার একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা। এ লক্ষ্যে জাতীয় সংসদে মিশ্র পদ্ধতির সরকারব্যবস্থার প্রস্তাব দেওয়া হবে। একই সঙ্গে সরকার বহুদলীয় সরকার গঠন করতে চাইলে তাতে সহযোগিতা করবে বিএনএফ। এমনকি সরকারে যোগ দিতেও আপত্তি নেই বিএনএফের।

বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এটা রাজনৈতিক দাঙ্গা। রাজনৈতিকভাবে এটা সমাধান করতে হবে। ২৪ জানুয়ারি বিএনএফের কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনএফের যুগ্ম সমন্বয়কারী মেহজাবিন ওয়াহেদ, কোষাধ্যক্ষ মোহাম্মাদ আলী, শফিউল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, খলিল খান, খালিদ হোসেন, জহিরুল হক ভূঁইয়া প্রমুখ।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।