গণজাগরণ মঞ্জের আয়োজনে যশোরের মালোপাড়ার পথে এই রোডমার্চ বেলা ২টায় মানিকগঞ্জ শহরে পৌঁছে। সেখানে রোডমার্চকে অভ্যর্থনা জানান স্থানীয় গণজাগরণ মঞ্চের কর্মীরা।
এর পর শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিফলক পাদদেশে রোড মার্চের দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ৪৩ বছর ধরে ধর্মীয় উগ্রবাদী, মৌলবাদী ও যুদ্ধাপরাধী গোষ্ঠী এদেশেকে ধ্বংস ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য সাম্প্রদায়িক হামলাসহ তাণ্ডবলীলা করে যাচ্ছে।
“আমরা আর মানববন্ধন ও সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইনা।
আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য। সারা দেশের মানুষের কাছে আহবান, প্রতিরোধের এখনই সময়। ”
এর আগে রোডমার্চ দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে ডেইরি ফার্ম গেইটের প্রথম পথসভা হয়।
ইমরান এইচ সরকারের নেতৃত্বে শুক্রবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগ থেকে আটটি বাসে করে এই রোডমার্চ শুরু করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর হামলা ও লুটপাট চালানোর পর মঙ্গলবার প্রথম রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ।
যশোরের পথে এই রোডমার্চে চারটি স্থানে পথসভা এবং দুটি স্থানে জনসমাবেশ হওয়ার কথা রয়েছে। এর পরের পথসভা হবে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে।
বিকালে ফরিদপুরের মধুখালীতে মধুবন মার্কেটের সামনে এবং মাগুড়া পৌঁছে খানপাড়া বটতলায় পথসভা করবে গণজাগরণ মঞ্চ।
রাতে যশোর পৌঁছে শেষ হবে রোড মার্চের প্রথমদিন। সেখানেই রাত কাটাবেন মঞ্চের কর্মীরা।
শনিবার সকাল ৮টায় তারা যাত্রা করবেন অভয়নগর উপজেলার সাম্প্রদায়িক সন্ত্রাস কবলিত মালোপাড়ার উদ্দেশ্যে।
সেখানে পৌঁছে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মালোপাড়া এলাকার আক্রান্ত এলাকা পরিদর্শন, আক্রান্ত মানুষদের সঙ্গে মতবিনিময়, সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে ধর্ম বর্ণ নির্বিশেষে স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধকরণ এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার ইচ্ছার কথাও জানিয়েছেন ইমরান।
সবশেষে ফেরার পথে যশোর চিত্রামোড়ে আরেকটি সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।