আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার এ নামবিহীন ফোল্ডার তৈরি করে চমকে দিন সবাইকে

আশা করি সবাই ভাল আছেন। আজকে খুব ছোট একটা পোস্ট করব । ইতিপূর্বে কেউ এই বিষয়ে পোস্ট করেছে কিনা জানিনা তবে আমার  চোখে পড়েনি
করে থাকলেও কিছু যায় আসেনা। নতুনরা শিখুন ।
যেই ফোল্ডার টা নামবিহীন করতে চান সেটা রাইট বাটন ক্লিক করে Rename অপশন এ যান ।

ফোল্ডার এর নাম নীল কালার এ সিলেক্ট থাকা  অবস্থায় ALt বাটন চেপে রেখে কিবোর্ড থেকে পর্যায়ক্রমে  0160 চাপুন। Alt বাটন ছেড়ে দিন। দেখুন ফোল্ডার এর নাম এর জায়গায় কিছু নাই। আপনার কাজ শেষ  ।
পোস্ট টা অনেক ছোট হয়ে গেল।

তাইনা?? কি করব কাজ তো শেষ। সবাই ভাল থাকুন।
 
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/masum.ahemed
আমার ব্লগ-  alltricks24.blogspot   (আগে পিছে যা   দেওয়া লাগে দিয়া নেন নাইলে ব্লগ খুইজা পাবেন না   )

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.