আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা সেতু সড়ক নির্মাণে সিএসসি চুক্তি সই

পদ্মা বহুমুখী সেতুর মাওয়া-জাজিরা সংযোগ সড়ক নির্মাণের জন্য কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) নিয়োগ চুক্তি সই হয়েছে। সেতু ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে গতকাল পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং সেনাবাহিনীর পক্ষে মে. জে. আবু সাঈদ মো. মাসুদ এ চুক্তিতে সই করেন।

বিআরটিসি এবং বুয়েটের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অরগানাইজেশনের (এসডাবি্লউও-ওয়েস্ট) মধ্যে ১'শ ৩৩ কোটি ৪৯ লাখ টাকার এ প্রকল্প চুক্তি সই হয়। যা এক বছর ডিফেক্ট লাইবিলিটিসহ চার বছর সেনাবাহিনীর তত্ত্বাবধায়ন করবে।

ফ্লাইওভারের অভিযোগ নিষ্পত্তির নির্দেশ :

গুলিস্তান-যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে অতিরিক্ত টোল আদায় নিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সামনেই বিক্ষোভ করেছেন বাস মালিক-শ্রমিকরা। গতকাল সকালে মন্ত্রী সায়েদাবাদ এলাকা পরিদর্শনে গেলে এ বিক্ষোভ করেন মালিক-শ্রমিকরা। এ সময় তারা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, ফ্লাইওভারে যাতায়াতের ক্ষেত্রে সরকার বাস প্রতি ১০০ টাকা নির্ধারণ করে দিলেও নেওয়া হচ্ছে ২৬০ টাকা করে। এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানানোর পরও করপোরেশন কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন মালিক শ্রমিকরা। এ ব্যাপারে তারা যোগাযোগমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালিক শ্রমিকদের বিক্ষোভের মুখে যোগাযোগমন্ত্রী ঘটনাস্থল থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে ফোন করে অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে প্রশাসকের কাছে জানতে চান। এ সময় তিনি প্রশাসককে বলেন, যোগাযোগমন্ত্রী হিসেবে কেবল রাস্তা-ঘাটের পরিস্থিতি ও যানজট দেখার দায়িত্ব আমার। আর ফ্লাইওভার সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের দায়িত্ব আপনাদের (সিটি করপোরেশন) ও ওরিয়ন গ্রুপের (ফ্লাইওভার নির্মাতা প্রতিষ্ঠান)। মন্ত্রী প্রশাসককে নির্দেশ দেন মালিক শ্রমিকদের অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধান করার। একই সঙ্গে খানাখন্দকে ভরা ফ্লাইওভারের নিচের রাস্তাগুলো দ্রুত মেরামত করে জনসাধারণকে ভোগান্তির হাত থেকে মুক্তি দেওয়ারও নির্দেশ দেন। মন্ত্রী সিটি করপোরেশন প্রশাসককে আরও বলেন, প্রয়োজনে টোলের বিষয়ে তিনি প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। প্রশাসকের সঙ্গে কথা বলার পর ওবায়দুল কাদের উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রতিবারের মতো এবারও বাস কাউন্টার ও ফ্লাইওভার পরিদর্শন করছি। বাস মালিক-শ্রমিকরা অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসকের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলব। এদিকে মন্ত্রী জানান, এবারের ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে নির্বিঘ্ন করতে বিআরটিসির আরও ৬০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান বিরোধী দল বিএনপির প্রতি ইঙ্গিত করে যোগাযোগমন্ত্রী বলেন, জনগণের মাঝে আতঙ্ক ছড়ানো হচ্ছে যে, সরকার নাকি টরচার স্কোয়াড গড়ে তুলছে।

এটি সম্পূর্ণই গুজব। একইভাবে গ্রেফতারের বিষয়েও আতঙ্ক ছড়ানো হচ্ছে। মন্ত্রী বলেন, নিরপরাধদের কখনোই গ্রেফতার করা হবে না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.