আমাদের কথা খুঁজে নিন

   

অনিয়ম-সংকটে বিপর্যস্ত পূর্বাঞ্চল রেলের সú

পূর্বাঞ্চলের রেলওয়ের স্কুলগুলোতে অনিয়ম ও সংকটে শিক্ষাব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে শঙ্কিত এসব স্কুলের শিক্ষার্থীর অভিভাবকরা। রেল সূত্রে জানা যায়, সারা দেশে রেলওয়ের ১০টি স্কুলের মধ্যে পূর্বাঞ্চলের ৫টিতে ৫ হাজার ৩৫০ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১৬২টি পদের বিপরীতে প্রধান শিক্ষকসহ ৫৭টি পদই শূন্য। কর্মরত ৭৪ শিক্ষক পাঠদানে হিমশিম খাচ্ছেন। তেমনি অভিভাবকরা নিজের সন্তানের শিক্ষার মান নিয়ে শঙ্কিত। জানা যায়, চার বছর ধরে মামলার কারণে পূর্বাঞ্চল রেলওয়ের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না। অপরদিকে শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, পদোন্নতি নিয়ে দ্বন্দ্ব, মামলা, চুরি, অনিয়ম, রাজনৈতিক প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ রয়েছে। এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথাও নেই। এই বিষয়গুলো নিয়ে তদন্ত কমিটি করলেও প্রতিবেদনে প্রকৃত ঘটনা আড়ালের অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে রেলওয়ের ৫টি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে পাহাড়তলী স্কুলের শিক্ষক শামীম মুন্সি ও শফিকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত করা হয়। অব্যাহতি পেয়ে নতুন কর্মস্থলে যোগ দিয়ে নিজের ইচ্ছামতো স্কুলে আসেন। এদিকে পাহাড়তলী স্কুলে প্রায় ১০ লাখ টাকার চুরির ঘটনায় প্রধান শিক্ষক কৌশলে থানায় মামলা করলেও এখনো পর্যন্ত জড়িতদের শনাক্ত করতে পারেননি তদন্ত কমিটি। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.