আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়া আলোচনায় মধ্যস্থতার চেষ্টায় জাতিসং

সুইজারল্যান্ডে শুরু হওয়া জেনেভা-দুই শান্তি আলোচনার প্রথম দিনেই তুমুল তর্কবিতর্কের পর সরকার ও বিরোধীদের মধ্যস্থতার চেষ্টা করছে জাতিসংঘ। সরকার ও বিরোধীদের সঙ্গে আলাদাভাবে কথা বলে তাদের সরাসরি বৈঠকে বসার সদিচ্ছার বিষয়টি যাচাই করে দেখার চেষ্টা করছেন জাতিসংঘের মধ্যস্থতাকারী, সিরিয়াবিষয়ক শান্তিদূত লাখদার ব্রাহিমি। উভয়ের মধ্যে পরিপূর্ণ আলোচনা শুরু করাতে ব্রাহিমি মধ্যস্থতার এ উদ্যোগ নিচ্ছেন। তবে বৈঠক পুনরায় শুরু হলে দুই পক্ষ জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী সরাসরি আলোচনা করবে কি না সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। মনট্রেঙ্ থেকে বিবিসির কূটনৈতিক সংবাদদাতা বলেন, বুধবারের আলোচনা তুমুল তর্কবিতর্কের মধ্য দিয়ে শুরু হলেও প্রতিপক্ষ দুই প্রতিনিধি দলের কেউই ওয়াকআউট করেননি। বরং জাতিসংঘের উদ্যোগে জেনেভায় আয়োজিত শুক্রবার অনুষ্ঠেয় বৈঠকে তারা অংশ নেবেন বলেই জানিয়েছেন। কিন্তু সে আলোচনা কীভাবে হবে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। এমনকি বিবদমান দুই পক্ষ একই কক্ষে আলোচনায় বসতে রাজি কি না তাও এখনো জানা নেই বলে জানিয়েছেন ব্রাহিমি। আলোচনা কীভাবে চলবে এবং সংকটের সম্ভাব্য সমাধানের বিষয়টি নিয়েই মূলত দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসতে চান ব্রাহিমি। তিনি বলেন, আমরা সিরিয়ায় রক্তক্ষয়ী যুদ্ধ কীভাবে শেষ করা যায় তা নিয়ে আলোচনার চেষ্টা করব। আর এ জন্য আমি মনে করি ২০১২ সালের ৩০ জুনের যৌথ বিবৃতিতে আমাদের একধরনের রোডম্যাপ আছে। এ প্লাটফরমকে কী করে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায় আমরা সেটিই দেখব। কাজটি সহজ হবে বলে মনে করি না। তবে আমরা আপ্রাণ চেষ্টা করব। আলোচনায় সিরিয়ার যুদ্ধরত সরকার ও বিরোধী পক্ষগুলো ছাড়াও জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, সৌদি আরবসহ বিশ্ব সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। রাশিয়া জানিয়েছে, বিবদমান পক্ষগুলো শুক্রবার সরাসরি কথা বলবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট অচলাবস্থা দেশটির গৃহযুদ্ধের রাজনৈতিক সমাধানের আশা থামিয়ে দিতে পারে বলে সম্মেলনজুড়ে আশঙ্কা বিরাজ করছে। এ যুদ্ধে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিবিসি, এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.