আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা ময়মনসিংহে স্বেচ

সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা ও ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সংক্রান্ত প্রতিনিধিদের পাঠানো খবর-

সাতক্ষীরা : সাতক্ষীরায় আলাউদ্দিন খোকন নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ওয়েহেদুজ্জান দাবি করেছেন জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় তিনি খুন হয়েছেন। নিহত মুক্তিযোদ্ধা কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের আফতার আলী মাস্টারের ছেলে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম খান জানান, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খোকন প্রতিদিনের ন্যায় বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ১২টার দিকে ১০-১২ জন সন্ত্রাসী তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে পালিয়ে যায়। পরে তাকে স্বজনরা উদ্ধার করে ওই রাতেই কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। গতকাল সকাল ৭টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

ময়মনসিংহ : ময়মনসিংহ শহরে শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা আরমান ইসলাম (২৯)-কে কুপিয়ে, পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শহরের কাচিঝুলি গোলাপজান রোড এলাকার বাসিন্দা আরমান। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে পুলিশ সুপার মঈনুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। এদিকে আরমান হত্যার খবর ছড়িয়ে পড়লে শত শত জনতা ঘটনাস্থলে ভিড় জমান। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ জানায়, 'পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে।' গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে শহরের কাচিঝুলি গোলাপজান রোড নিজ এলাকায় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে প্রকাশ্যে আরমানকে তাড়া করে। একপর্যায়ে একটি বাসার দেওয়াল ভেঙে গলিতে ঢুকে পড়লে দুর্বৃত্তরা সেখানে তাকে উপর্যুপরি কুপিয়ে, পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, নিহতের মগজ বেরিয়ে এসেছে। আরমানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

পাবনা : পাবনা শহরের কুটিপাড়া মহলস্নায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মী মুন (৩২) কুটিপাড়া মহলস্নার জালাল উদ্দিনের ছেলে। জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির শানত্দ বলেন, গতকাল রাত সাড়ে ৮ টার দিকে কুটিপাড়াস্থ স্থানীয় একটি আওয়ামীলীগ কার্যালয়ে সে বসে ছিলেন। এ সময় কয়েকজন দূবৃত্তরা তার উপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসার চেষ্টা করলে দূবৃত্তরা ফাকা গুলি ও ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনার সাথে স্থানীয় যুবদলের কর্মীদের সংশিস্নষ্টতা রয়েছে বলেও জেলা যুবলীগ নেতা অভিযোগ করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ খবর পাওয়া মাত্র পুলিশ ওই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশী টহল জোরদার করা হয়েছে। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তাদের খুজে বের করার চেষ্টা করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.