১৬.'আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো।'- বাক্যটিতে কোন দোষ আছে?
ক. বাগধারার দোষখ. গুরুচণ্ডালী দোষ
গ. উপমার ভুল প্রয়োগ ঘ. বাহুল্য দোষ
১৭.'আমার পূর্ব বাংলা' কবিতার রচয়িতা কে?
ক. জসীমউদ্দীনখ. তালিম হোসেন
গ. জীবনানন্দ দাশঘ. সৈয়দ আলী আহসান
১৮.'পঙ্কজ' শব্দের অর্থ কী?
ক. শিশির খ. নীহারিকা গ. জলকণা ঘ. পদ্মফুল
১৯.রবীন্দ্রনাথ কোন রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত?
ক. বাংলাদেশের জাতীয় সংগীত
খ. গল্পগুচ্ছ গ. সঞ্চয়িতা ঘ. গীতাঞ্জলি
২০.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
ক. দেবদাস খ. শ্রীকান্ত গ. চরিত্রহীন ঘ. গৃহদাহ
২১.'দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি
তাই যাহা আসে কই মুখে।' এই কবিতাংশটি কোন কবিতার অন্তগর্ত?
ক. বিদ্রোহীখ. কামাল পাশা
গ. অগ্রপথিকঘ. আমার কৈফিয়ৎ
২২.'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।'- বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির প্রার্থনা ধ্বনিত হয়েছে?
ক. অন্নদামঙ্গল খ. পদ্মাবতী
গ. অশ্রুমালাঘ. লাইলী-মজনু
২৩.'কালের যাত্রা' নাটকটির রচয়িতা-
ক. দ্বিজেন্দ্রলাল রায়খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সিকানদার আবু জাফর
ঘ. ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
২৪.বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রাথমিক প্রচেষ্টা কোনটি?
ক. দুর্গেশনন্দিনী খ. ফুলমণি ও করুণার বিবরণ
গ. আলালের ঘরের দুলাল ঘ. মৃত্যুক্ষুধা
২৫.'ধূমকেতু' পত্রিকার সম্পাদনা করেছেন-
ক. জীবনানন্দ দাশখ. মাইকেল মধুসূদন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মৌলানা আকরাম খান
উত্তরমালা : ১৬.গ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.খ ২১.ঘ
২২.ক ২৩.খ ২৪.খ ২৫.গ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।