বেশ কিছু দিন আগের কথা । সময় টা বর্ষাকালের কোন এক বিকেল । কিছুক্ষন আগে র ভারী বর্ষণ বাসার সামনের রাস্তাটায় মোটামুটি কোমর পানি জমে গেছে । একটা ছোট ছেলে বয়স ১০/১১ হবে , বাসার সামনের রাস্তা ধরে কোমর পানিতে অনেক কষ্টে হেটে চলছিল । হঠাত ছেলেটা হাটু পানির নীচে লুকিয়ে থাকা একটা ড্রেনে পড়ে গেলো ।
বেচারা বাচ্চা ছেলেটা মুহূর্তে নিজেক সামলে চরম বিরক্তি নিয়ে বলে উঠলো । শালার ড্রেন টা এই জায়গাতে না দিলে কি হইত???? বাসার ব্যালকোনিতে দাড়িয়ে দাড়িয়ে এ সব দেখছিলাম । আমি কিছুটা সময়ের জন্য চিন্তার জগতে হারিয়ে গেলাম । এ ড্রেন টার জায়গায় যদি ভাবি একটা ম্যানহোল । বাচ্চা ছেলেটার জায়গায় যদি ভাবি আমার , আপনার আপনজন ।
তাহলে হয়তো আমরা এই সচরাচর ছোট খাটো এক্সিডেন্ট গুলোকে একটু অন্যভাবে দেখতাম । ছেলেটা হয়ত সরল বিশ্বাসে বলেছে এখানে ড্রেন টা এই জায়গায় না দিলে কি হইত । কিন্তু একটু ভেতরে ঢুকলে প্রশ্ন টা এমন হয় যে পানি টা এই জায়গায় না জমলে কি হইত । এ সব ই অপরিকল্পিত নগরায়নের ফল । একটা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই বুঝতে পারে অপরিকল্পিত নগরায়ণের কুফল ।
সবাই এ সব ছোটখাটো এক্সিডেন্টের স্বীকার হয়ে বুঝতে পারে নগরটা পরিকল্পিত হওয়া উচিত । কিন্তু কথাটা অপ্রিয় সত্য যে অধিকাংশ মানুষই জানে না যে এ পরিকল্পিত নগরের রুপকার কারা । আমাদের দেশে আরবান প্ল্যানার প্রফেশনটা নতুন কথাটা বললে ভুল হবে । ১৯৯৫ সাল থেকে বুয়েট এ নগর ও অঞ্চল পরিকল্পনা পড়ানো হয়ে আসছে । এখন চারটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সহ ২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নগর ও অঞ্চল পরিকল্পনা পড়ানো হচ্ছে ।
কিন্তু কথা হচ্চে সাধারণ মানুষেরা এখনও বোঝে না নগর পরিকল্পনাবিদ কারা ,তাদের কাজটাই বা কি ??? প্রচারণার অভাব তো আছেই সেই সাথে আছে কিছু সুবিধাবাদী মানুষের সম্ভাবনাময় এ আসনটিকে আগলে রাখার অপপ্রয়াস । ঢাকা শহরের দুরবস্তা আমরা সবাই দেখছি ,তবুও আমাদের টনক নড়ছে না । চট্রগ্রাম ও সেই পথে এগিয়ে যাচ্ছে । এভাবে চলতে থাকলে ৫৬ হাজার বর্গমাইলের এই দেশ নরকে পরিণত হতে বেশি দিন লাগবে না ।
এখন সময় এসেছে নগরায়ন নিয়ে ভাবার ।
আমাদের উচিত তরুণ আরবান প্ল্যানার দের নিয়ে পরিকল্পিত শহর গড়া । দেশের মেধা গুলো বাইরে পাচার না করে দেশে রেখে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরাও দেখতে পারি একটি সাজানো গোছানো পরিকল্পিত একটি দেশের স্বপ্ন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।