আমাদের কথা খুঁজে নিন

   

রাতে বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হবে।

বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এ খবর জানান। তিনি বলেন,  বিএনপি চেয়ারপারসন সন্ধ্যা সাড়ে ৭টায় কার্যালয়ে যাবেন। সেখানে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ গত ১৮ নভেম্বর জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের জন্য বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে ওই বৈঠক হয়। পরদিন ১৮ দলীয় জোটের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজকের বৈঠকে নির্বাচন পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনা হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।