আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধের বিচার চলবে: আইনমন্ত্রী

সোমবার বেলা ১১টার দিকে সচিবালয়ে নিজ কার‌্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। যেভাবেই হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করবো।

“জেল হত্যার বিচার হয়েছে। বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয়েছে।

গত আমলে বিচারের দণ্ড কার‌্যকরও করা হয়েছে। স্বাধীনতার ৪২ বছর পর এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে অনেকাংশে শেষ করার সাফল্য অর্জন করেছে। এর ধারাবাহিকতা থাকবে। ”

আইন মন্ত্রণালয় বিচার বিভাগের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করবে কি না জানতে চাইলে তিনি বলেন, “১৯৭৫’র পর ৮১ পর্যন্ত একনায়ক ছিল। ১৯৮২ সাল থেকে আবারও একনায়ক।

সেই সব আমলে বিচার বিভাগকে হয়তো প্রভাবিত করা হযেছে।

“২০০৭ সালে বিচার বিভাগ স্বাধীন হয়েছে। গত আমলে বিচার বিভাগকে প্রভাবিত করার কোনো চেষ্টা করা হয়নি। ”

বর্তমান সরকারের ৫ বছরে বিচার বিভাগের আলাদা সচিবালয় হবে কি না- প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, “ইনশাল্লাহ, দেখেন, হবে। ”

যথাযথভাবে যাতে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সাংবাদিকদের সহযোগিতা চান নতুন এই মন্ত্রী।

গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত সাংবাদিকদের জানানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, “হয়তো সব সময় আপনাদের সাথে কথা বলতে পারবো না। তবে প্রতি এক সপ্তাহ বা ১৫ দিনে একবার ব্রিফ করবো। ”

বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, “সব কাজই চ্যালেঞ্জিং, এই দায়িত্বওটি অনেক চ্যালেঞ্জের এবং গুরু দায়িত্ব। এখনো অগ্রাধিকার ঠিক করিনি। এটা অনেক বড় মন্ত্রণালয়, আগে বুঝে নেই।

পরে অগ্রাধিকার জানাতে পারবো। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.