আমাদের কথা খুঁজে নিন

   

নেলসন ম্যান্ডেলা মাদিবা: কাছে থেকে দেখার কিছু সুখস্মৃতি

যেভাবেই তুমি সকাল দেখ, সূর্য কিন্তু একটাই

স্টাইগেনবার্গার বেলভেদ্রে হোটেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফিট উচ্চে সুইটজারল্যান্ডের দাভোজ শহরে অবস্থিত। জুরিখ থেকে একশো কিলোমিটার দূরে ইটালির সীমান্তে। চারদিকে পাহাড়্, ছবির মত একটি উপত্যকা। সবসময় স্থানীয় অধিবাসীদের তিনগুণ ট্যুরিস্ট! জার্মান ভাষার অঞ্চল। সুইটজারল্যান্ডের নিজস্ব কোনো ভাষা নেই।

এখানে তিনটি সরকারি ভাষা। ইটালি, জার্মান ও ফ্রেঞ্চ। হোটেলটি পাঁচতারার এবং সাথে দুটি প্লাস (৫++)। পৃথিবীর ২৫০টি সর্বশ্রেষ্ঠ হোটেলের একটি। উচ্চতার জন্য শহর ও আশেপাশের এলাকা সারাবছরই বরফাচ্ছন্ন।

সেজন্যই দুনিয়াজোড়া খ্যাতি, সবসময় যখন তখন বরফে স্কি করা সম্ভব। শহরে মোট ৭৭টি হোটেল। পাঁচতারার আরও সাতটি হোটেল আছে। বেলেভেদ্রে হোটেলের আরেকটি খ্যাতি হল, এখানেই প্রতিবছর ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম অনুষ্ঠিত হয়। যেখানে পৃথিবীর সেরা রাজনীতিক, অর্থনীতিবিদ, আবহাওয়াবিদসহ বিভিন্ন বিশেষজ্ঞ এবং প্রথম সারির শিল্পি, কলাকুশলীদের সমাবেশ হয়।

এছাড়া বছরের সবসময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজা-বাদশাহ, প্রিন্স-প্রিন্সেস, ক্রোড়পতিরা আসেন ছুটি কাটাতে। বরফের উপর নানা খেলা খেলেন। শহরটির আইন-শৃংখলা পরিস্থিতি কিংবদন্তিতুল্য। মধ্যশহরে একটি সাইন বোর্ডে লেখা অছে, এ শহরে শেষ খুন হয়েছে ১৮ জুলাই, ১৮৮৬ সালে! এয়ারপোর্ট নেই। জুরিখ বা কাছেই ইটালির একটি শহর থেকে হেলিকপ্টারে বা ট্রেনে যাতায়াত হয়।

মটরেও আসা যায়। তবে রাস্তা খুবই আঁকা-বাঁকা, পাহাড়ের ভেতর দিয়ে। ভয়াবহ সব গভীর গিরিখাত।
পুরো কাহিনী পড়–ন এই লিংক-এ http://amadermanchitra.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।