আমাদের কথা খুঁজে নিন

   

আমরা অনেক আগেই নপুংশক বনে গেছি

গণধর্ষণের শিকার হয়ে টাঙ্গাইলের এক নারী গত 24টি দিন ধরে জীবন-মৃত্যুর লড়াইয়ে, মানসিক ভারসাম্য হারানোর পথে। এমন খবর গতকাল মৃদুস্বরে আজ অনেকটাই স্পষ্ট করে এসেছে ইলেক্ট্রনিক্স মিডিয়ায়। হয়তো আসবে প্রিণ্টেও। প্রশ্ন রয়ে যায়, এ 24 টি দিন মিডিয়ার কাছে খবরটি গুরুত্বহীন ছিল,নাকি মিডিয়া জানতোই না, নাকি জেনেও ঘাপটি মেরে ছিল? 24 দিন পর হলেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মিডিয়ার কাছে । মিডিয়ার কল্যাণে 24 দিন পরে হলেও শিউরে উঠবার মত খবর দেশবাসী জানলো,জানলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আশ্বাস দিলেন কঠোর ব্যবস্থা নেবার। মন্ত্রীবাহাদুরকে অনুরোধ আপনি কি দেশবাসীকে কৃপাকরে জানাবেন সংশ্লিষ্ট থানার ওসি এবং টাঙাইলের এসপি সাহেবেরা এ 24টি দিন কি করেছেন ? আমাদের নারী নেত্রীরা এবার একটু মাঠে নামুন না ,যদিও শীতটা একটু বেশী,আপনাদের অনেক কষ্ট হবে,কনকনে উত্তরের বাতাসে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন কষ্টের। প্রয়োজনে কয়েকটি মোম জ্বেলে নেবেন,তবুও মাঠে নামুন। শুধু সেমিনার,মিডিয়া কভারেজ,ফটোসেশন,টিভি টকশো আর ডোনেশন কালেকশনে ব্যস্ত থাকলে কেমন যেন দেখায়,তাই না ! কেউ কেউ হয়তো মনে মনে বলছেন, একটু পর কমেণ্টে লিখবেন শুধু নারী নেত্রীদের মাঠে নামতে বলছেন কেন,আমাদের মত পুরুষদের কি মাঠে নামার দায় নেই? উচিৎ প্রশ্ন। উত্তরটা দিয়ে রাখি,--কেবল কটি নরপশু ছাড়া এই দেশের পুরুষেরা অনেক আগেই নপুংশক বনে গেছি। ----------------------- (গুরুত্বদিয়ে বিস্তারিত খবরটি প্রচারের জন্য বাংলাভিশনকে ধন্যবাদ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.