আমাদের কথা খুঁজে নিন

   

এবার এসএমই ঋণের লক্ষ্যমাত্রা ৮৮ হাজার কোটি টাকা

বুধবার ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগ্রামস বিভাগ।

২০১৪ সালের এ লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় ১৪ হাজার ৫৬৬ কোটি টাকা বা ১৯.৬৩ শতাংশ বেশি। গত বছর এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৭৪ হাজার ১৬৭ কোটি টাকা। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতে ৬২ হাজার ৪৭২ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যা ওই বছরের লক্ষ্যমাত্রার ৮৪.২১ শতাংশ।

ডিসেম্বর পর্যন্ত সময়ে বিতরণ করা ঋণ যোগ করলে তা লক্ষ্যমাত্রার অনেক বেশি হবে বলে আশা করছেন এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগ্রামস বিভাগের কর্মকর্তারা।

নতুন বছরের লক্ষ্যমাত্রা নির্ধারনের পাশাপাশি এসএমই ঋণ নীতিমালা পর্যালোচনারও বিষয়েও গুরুত্ব দিচ্ছে এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগ্রামস বিভাগ।

এ বিষয়ে বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী সাংবাদিকদের বলেন, “ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতে এখন অনেক বেশি ঋণ দিচ্ছে। এই ঋণ বিতরণের প্রক্রিয়া আরো সহজতর করতে আমরা এখাতের ঋণ নীতিমালা  পর্যালোচনা করব।”

নতুন উদ্যোক্তা তৈরি ও গুচ্ছ ঋণ বিতরণ বাড়ানোর ওপরও জোর দেয়া হচ্ছে বলে জানান তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.