ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ বুধবার এই আদেশ দেন।
ঐশীর জামিন আবেদন এবং আগামী মে মাসে অনুষ্ঠেয় ‘ও’ লেভেল পরীক্ষার জন্য তাকে কারাগরে বই সরবরাহের ব্যবস্থা নিতে আদেশ চেয়ে দুটি আবেদনের শুনানি হওয়ার কথা ছিল এদিন।
ঐশীর আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারা কর্তৃপক্ষ বুধবার তাকে আদালতে হাজির না করায় শুনানি পিছিয়ে গেছে। কেন ঐশীকে আদালতে হাজির করা হয়নি- তা জানতে চেয়ে বিচারক কারাধ্যক্ষকে ‘কারণ দর্শাও’ নোটিস দিয়েছেন।
গাজীপুর মাহিলা কারাগারের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কাবির জানান, মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ঐশীকে সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হয়।
৩ ফেব্রুয়ারি তার আদালতে হাজিরার কথা রয়েছে। হাজিরা শেষে তার কাশিমপুর কারাগারে ফেরার কথা। ”
গত বছরের ১৬ অগাস্ট রাজধানীর চামেলীবাগের একটি ফ্ল্যাটে এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের মেয়ে ঐশী রহমান জড়িত বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।
৩১ অগাস্ট গ্রেপ্তারের পর ঐশী রহমানকে আদালতের নির্দেশে কিশোর সংশোধনাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পরে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর মহিলা সেলে রাখা হয় তাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।