মার্কিন টেক জায়ান্ট গুগল এবার ৩২০ কোটি ডলারের বিনিময়ে থার্মোস্ট্যাট এবং স্মোক অ্যালার্ম নির্মাতা প্রতিষ্ঠান নেস্ট ল্যাবস ইনকর্পোরেটেড কিনছে।
এদিকে মালিকানা হাতবদল হলেও গুগলের থেকে আলাদা একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে কাজ করবে নেস্ট বলে এক প্রতিবেদেন জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
টাকার হিসাব বাদ দিলে গুগলের কেনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেস্টের আলাদা গুরুত্ব পাচ্ছে একটি কারণেই, নেস্ট প্রতিষ্ঠাতা টনি ফ্যাডেল। অ্যাপল ভক্তদের কাছে ফ্যাডেলের পরিচয় ‘ফাদার অফ আইপড’ হিসেবে।
উল্লেখ্য, ২০১২ সালে গুগল মোবাইল ফোন নির্মাতা মটোরোলা কিনেছিল ১ হাজার ২৫০ কোটি ডলারে। মটোরোলার পর নেস্টের মালিকানায় হাতবদল গুগলের ইতিহাসে সবচেয়ে বড় লেনদেনের ঘটনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।