আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের সীমিত সীমানা

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

এক সময় স্বপ্নে বিভোর হয়ে দেখেছিলাম
সেখানে শুধু দুঃখই পাওয়া যায়,
জীবন, স্বপ্নে বিভোর হওয়ার
নিয়ম না জানা আমি, সেই থেকে
আর কোন দিন স্বপ্ন দেখি না,
বিভোর স্বপ্ন আর আমাকেও দেখে না ।
কৈশোরের শেষটাই যৌবনের শুরুটাই
যেভাবে মগ্ন থাকতাম ক্লাস, প্রাইভেট
এবং বিচিত্র সব স্বপ্নে,
বহুদিন হলো আমি সে রকম
কোন কিছু সংগঠিত করি না
এখন আর নিজের ভেতর ।
ক্লাস, প্রাইভেট, তাদের সাথে আড্ডা
এতেই ছিলো আমার
স্বপ্নের সীমিত সীমানা; অথচ
তেমন কোন সীমাবদ্ধতাকে
এখন আর মানি না ।
কারণ; যে স্বপ্ন-বেদনা আমাকে কাপালো তুমুল,
আজন্ম পুরোটা ভেতরে উল্টেপাল্টে খেলো,
অলক্ষে্য আমার ভেতর গড়েছে
নিরবতার উপসানালয়,
বানালো প্রণয়ের তীর্থ ,
তাকে কি করে আমার কবিতায় সাজাবো?
তাকে কেমন করে আবারও
নিজের ভেতর সংগঠিত করে
নিজেকে আবারও আহত করবো ?
একি সম্ভ ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.