১.বাংলা একাডেমি থেকে প্রকাশিত 'বাংলাদেশের আঞ্চলিক অভিধান' কে সম্পাদনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মুহম্মদ আবদুল হাইগ. মুনীর চৌধুরী
ঘ. মোফাজ্জল হায়দার চৌধুরী
২.'চার ইয়ারী কথা' গ্রন্থটি কে রচনা করেন?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুরগ. প্রমথ চৌধুরী
ঘ. কাজী নজরুল ইসলাম
৩.যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে?
ক. কর্তৃকারকখ. সম্প্রদান কারক
গ. করণ কারকঘ. কর্মকারক
৪.'মরূদ্যান' শব্দের সন্ধি বিচ্ছেদ_
ক. মরু + দ্যানখ. মরু + উদ্যান
গ. মরু + ঊদ্যানঘ. মরূ + দ্যান
৫.ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য?
ক. মধ্যযুগের ভাবধারায় পুষ্ট
খ. আধুনিক যুগের লক্ষণাক্রান্ত
গ. নারী শিক্ষা প্রসারের অগ্রগামী
ঘ. দুই যুগের মিলনকারী
৬.'অন্যপুষ্ট' কোন পাখিকে বলা হয়?
ক. কাক খ. কোকিল গ. কবুতর ঘ. ময়না
৭.মৈমনসিংহ গীতিকার 'মহুয়া' পালার রচয়িতা_
ক. দ্বিজ ঈশানখ. দ্বিজ কানাই
গ. নয়ান চাঁদ ঘোষঘ. চন্দ্রাবতী
৮.'মানচিত্র' নাটক কে রচনা করেন?
ক. শাহেদ আলীখ. নুরুল মোমেন
গ. আনিস চৌধুরীঘ. সেলিম আলদীন
৯.'বৈকুণ্ঠের উইল' গ্রন্থটির রচয়িতা কে?
ক. বঙ্কিমচন্দ্রখ. রবীন্দ্রনাথ
গ. নজরুল ইসলামঘ. শরৎচন্দ্র
১০.জসীমউদদীনের 'নিমন্ত্রণ' কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত খ. মাত্রাবৃত্ত গ. অক্ষরবৃত্ত ঘ. মুক্তক
১১.হাওয়ার রাত, বেড়াল, কমলালেবু, হরিণেরা কবিতাগুলোর রচয়িতা কে?
ক. জীবনানন্দ দাশখ. সত্যেন সেন
গ. জসীমউদ্দীনঘ. নির্মলেন্দু গুণ
১২.'যে বস্তি হইতে উৎখাত হয়েছে'_ সংকুচিত পদ কোনটি?
ক. গৃহহীন খ. উদ্বাস্তু গ. সর্বহারা ঘ. কাঙ্গাল
১৩. বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত?
ক. ত্রিশ দশকেরখ. পঞ্চাশ দশকের
গ. ষাট দশকের ঘ. চলি্লশ দশকের
১৪.'সমুদ্র' শব্দের সমার্থক নয় কোনটি?
ক. বারিধি খ. সিন্ধু গ. তরঙ্গ ঘ. সাগর
১৫.'সাত সাগরের মাঝি' কার লেখা?
ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
খ. কাজী নজরুল ইসলাম
গ. ফররুখ আহমদঘ. কায়কোবাদ
১৬.বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
খ. কাজী নজরুল ইসলাম
গ. সত্যেন্দ্রনাথ দত্তঘ. জীবনানন্দ দাশ
১৭.'সতী ময়না-লোর চন্দ্রানী' এর মূল রচয়িতা কে?
ক. সাধনখ. মালাধর বসু
গ. নিজামীঘ. জায়সী
১৮.'রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. আবুল হুসেন খ. নির্মলেন্দু গুণ গ. আবুল হাসান ঘ. শামসুর রাহমান
উত্তরমালা : ১.ক ২.গ ৩.ঘ ৪.খ ৫.ঘ ৬.খ ৭.খ ৮.গ ৯.ঘ ১০.খ ১১.ক ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.গ ১৬.ক ১৭.ক ১৮.গ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।