আমাদের কথা খুঁজে নিন

   

ডেটা শেয়ারের চুক্তিতে ফেইসবুক

এক প্রতিবেদনে সংবাদমাধ্রম বিবিসি জানিয়েছে, এ চুক্তিটির প্রধান লক্ষ্য হচ্ছে ইয়ানডেক্সের সার্চ ফলাফল আরও সমৃদ্ধ ও রাশিয়ায় ফেইসবুকের ট্রাফিক বৃদ্ধি করা।
চুক্তিটি হওয়ার পর ইয়ানডেক্স যাদের ফেইসবুক প্রোফাইল পাবলিক করা রয়েছে তাদের সব ডেটা সংগ্রহ করতে পারবে। এমনকি ওই সব ব্যবহারকারীদের পোস্ট ও কমেন্ট ইত্যাদিও ইয়ানডেক্সের সার্চ ফলাফলে প্রদর্শিত হবে। এ প্রসঙ্গে ইয়ানডেক্স এক বিবৃতিতে জানিয়েছে, খুব শীঘ্রই ইয়ানডেক্সের সার্চ ফলাফলে শুধু ফেইসবুক ব্যবহারকারীদের পোস্টই নয় বরং সেসব পোস্টে অন্যদের করা কমেন্টও প্রদর্শিত হবে। তবে যেসব ফেইসবুক ব্যবহারকারীর প্রোফাইল প্রাইভেট করা আছে তাদের কোনো ডেটা ইয়ানডেক্স প্রদর্শন করবে না এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ইয়ানডেক্স জানিয়েছে, সামাজিক মাধ্যমটির পাবলিক ডেটায় পূর্ণ প্রবেশাধিকার বলতে তারা বুঝানোর চেষ্টা করেছে যে তাদের সার্চ ফলাফলে ফেইসবুককে বেশ ভালোভাবে তুলে ধরা হবে। চুক্তিটি কী পরিমাণ আর্থিক মূল্যে করা হবে সে সম্পর্কে ইয়ানডেক্স কিছু না জানালেও বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এতে কোনো প্রকার অর্থের সম্পৃক্ততা থাকছে না।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.