আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়ায় গুগলের প্রথম ডেটা সেন্টার

এশিয়ায় প্রথমবারের মতো নিজস্ব ডেটা সেন্টার চালু করেছে ইন্টারনেট জায়ান্ট গুগল। পৃথিবী মোট জনসংখ্যার অর্ধেকের আবাস এশিয়ার বিভিন্ন দেশে। আর এশিয়ার এই বিশাল জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে ইন্টারনেট সেবা দিতে ওই পদক্ষেপ নিয়েছে  মার্কিন প্রতিষ্ঠানটি।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গুগলের নতুন ডেটা সেন্টার দুটির অবস্থান তাইওয়ান এবং সিঙ্গপুরে। ডেটা সেন্টার দুটি এশিয়াভিত্তিক হওয়ায় এই অঞ্চলের ব্যবহারকারীরা আরও সহজে গুগলের বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন বলে দাবি গুগলের।


এক ব্লগপোস্টে গুগলের ভাইস প্রেসিডেন্ট অফ ডেটা জো কাভা বলেন, “সাম্প্রতিক সময়ে এশিয়ায় ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা যেভাবে বেড়েছে তা সত্যিই বিস্ময়কর। এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এশিয়ার ৬ কোটি মানুষ প্রথমবারের মতো মোবাইলে ইন্টারনেট ব্যবহার শুরু করেছেন। ইন্টারনেট ব্যবহারকারীদের ক্রমবর্ধমান এই সংখ্যা খুব শিগগিরই কমে আসার কোনো আশঙ্কাও নেই। কারণ, এখন পর্যন্ত ইন্টারনেট সেবা বঞ্চিত বিশ্বজনসংখ্যার সিংহভাগের আবাসস্থল এশিয়া। ”
ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যায় এই নাটকীয় বৃদ্ধির কারণে গুগলসহ বেশিরভাগ ইন্টারনেটভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠানের লক্ষ্য এখন এশিয়া।


গুগল জানিয়েছে, এশিয়ার নতুন ডেটা সেন্টার দুটির মধ্যে সবচেয়ে বড় তাইওয়ানের ডেটা সেন্টারটি। এতে ৬০ কোটি ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.