৫০ বছর বয়সী এই পর্তুগিজ কোচ এ ২০১৩ সালে দ্বিতীয়বারের মতো চেলসির দায়িত্ব নেন। স্ট্যামফোর্ড ব্রিজের এই দলটিকে দুই বার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়ে ২০০৭ সালে ক্লাব ছেড়েছিলেন মরিনিয়ো। মাঝের সময়টায় দায়িত্বে ছিলেন ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের।
বিবিসি ফুটবল ফোকাসকে মরিনিয়ো বলেন, "তারা আমাকে না চাওয়া পর্যন্ত আমি থাকবো। চেলসি না চাইলে অন্য কোনো ক্লাব আমাকে নিতে পারবে না।
কারণ আমাকে যেখানো ভালোবাসা হয়, সেখান আমি থাকতে চাই। "
পর্তুগালের পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়ে ২০০৪ সালের গ্রীষ্মে চেলসিতে আসেন মরিনিয়ো। দলটিকে দু'টি ইপিএল শিরোপা জেতানো ছাড়াও একটি এফএ কাপ ও দুটি লিগ কাপের শিরোপা এনে দেন তিনি।
দ্বিতীয় মেয়াদে চেলসির সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে মরিনিয়োর। তবে ক্লাবের মালিক রোমান আব্রামোভিচ চাইলে এর পরেও থেকে যাবেন বলে জানান নিজেকে 'স্পেশাল ওয়ান' বলে দাবি করা এই কোচ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।