আমাদের কথা খুঁজে নিন

   

আগামী ৪ ফেব্রুয়ারি 'ভারতরত্ন' পাচ্ছেন টেন্ডুলকার

আগামী ৪ ফেব্রুয়ারি 'ভারতরত্ন' পুরস্কারটি হাতে উঠবে ক্রিকেট লিজেন্ড শচিন টেন্ডুলকারের।নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কার তুলে দেয়া হবে টেন্ডুলকারের হাতে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কিংবদন্তী এ ক্রিকেটারের হাতে পুরস্কারটি তুলে দেবেন।উল্লেখ্য, গত বছরের ১৬ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ৪০ বছর বয়সী টেন্ডুলকার ছাড়াও দেশের প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক সিএনআর রাও'কে এ পুরস্কার দেয়া হচ্ছে। দেশের সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কার পাওয়া প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব হবেন টেন্ডুলকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।