মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘর্ষে পুলিশের হাতে অন্ততপক্ষে আট রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। গত সপ্তাহে মাউংদাউ শহরের কাছে একটি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে দেশটির আন্দোলনকারীদের বরাত দিয়ে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের এক গ্রামে একজন পুলিশ সদস্য নিখোঁজ হওয়ার পর গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে মিয়ানমার সরকার। এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ যেকোনো ধরনের হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেছেন। রাখাইন রাজ্যের কর্মকর্তারা জানান, ওই ঘটনার পর ৮৪ জন গ্রামবাসীকে আটক করা হয়েছে। কিন্তু রাখাইনদের ওপর নজর রাখা পরামর্শক দল 'আরাকান প্রোজেক্ট' তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত ১৩ জানুয়ারি ইয়ার তান গ্রামে ওই সংঘর্ষে পুলিশ অন্তত আটজনকে হত্যা করেছে। নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে ওই পরামর্শক দল। সংঘর্ষ শুরু হওয়ার কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টাকালে যেসব রোহিঙ্গা মুসলিম পুলিশের হাতে ধরা পড়েছিল তাদের অনেককে হত্যা করা হয়েছে বলে সম্প্র্রতি খবর বের হয়। এরপরই রোহিঙ্গা মুসলিমদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গত সপ্তাহে সংঘর্ষের ঘটনাটি ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়, সংঘর্ষে স্থানীয় একজন পুলিশ সদস্যের নিখোঁজ হওয়ার খবর (খুব সম্ভবত তাকে হত্যা করা হয়েছে) থানায় জানানো হলে আরও পুলিশ গ্রামটিতে প্রবেশ করে এবং তারা অন্তত আটজনকে হত্যা করে। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।