আমাদের কথা খুঁজে নিন

   

পেশাদার ক্যারিয়ারের তুঙ্গে সিদ্দিকুর

এশিয়ান ট্যুরের মৌসুমের শেষ টুর্নামেন্টের পর ২০১৩ সালের অর্ডার অব মেরিটে সিদ্দিকুরের অবস্থান চতুর্থ। এর আগে মৌসুম শেষে সিদ্দিকুরের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম, ২০১০ সালে।

আর এ নিয়ে গত চার বছরের মধ্যে তিনবারই অর্ডার অব মেরিটের শীর্ষ দশে থেকে মৌসুম শেষ করলেন সিদ্দিকুর। ২০১১ সালে অষ্টম অবস্থানে ছিলেন তিনি।

থাইলান্ডে কিংস কাপ গলফ টুর্নামেন্ট শেষে ২০১৩ মৌসুমে সিদ্দিকুরের মোট আয় দাঁড়ালো ৪ লাখ ৯৫ হাজার ডলার।

পেশাদার গলফের দুনিয়ায় টুর্নামেন্টগুলো থেকে আয় করা অর্থের ভিত্তিতেই অর্ডার অব মেরিট নির্ধারিত হয়। টুর্নামেন্ট শুরুর আগে সিদ্দিকুর ছিলেন তৃতীয় অবস্থানে। তবে থাইল্যান্ডে সিদ্দিকুরের চেয়ে ভালো খেলে তাকে টপকে যান ভারতের অনির্বান লাহিড়ি।

অর্ডার অব মেরিটের চার নম্বরে থেকে মৌসুম শেষ করায় ইউরেশিয়া কাপে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুরের।

মালয়শিয়ায় আগামী বছরের মার্চে হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রথমবারের মতো মুখোমুখি হবেন ইউরোপ ও এশিয়ার সেরা গলফাররা।

এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে এশিয়ার প্রথম চার গলফার এই প্রতিযোগিতায় সরাসরি সুযোগ পাবেন। সে হিসেবে এশিয়ার খেলোয়াড়দের মধ্যে অর্ডার অব মেরিটে সিদ্দিকুরের অবস্থান তৃতীয়।

হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর

অর্ডার অব মেরিটে ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থান ছাড়াও গত মৌসুমে গত নভেম্বরে দিল্লিতে হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জেতেন সিদ্দিকুর। এটি এশিয়ান ট্যুরে তার দ্বিতীয় শিরোপা। এরপর প্রথম বাংলাদেশী হিসেবে অস্ট্রেলিয়ার গলফের বিশ্বকাপে খেলেন ২৯ বছর বয়সী এ গলফার।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.