সুমন গ্লিটজকে বলেন, “২০১৩ সালে দিনক্ষণ ঠিক করেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিনেমাটি মুক্তি দিতে পারিনি। রাজনৈতিক পরিস্থিতি এখন স্থিতিশীল। তাই জানুয়ারিতে সিনেমাটি মুক্তি দিচ্ছি। ”
প্রথমে ১০০ হলে মুক্তির ঘোষণা দিলেও সুমন জানান, সিনেমাটি ৮০ হলে মুক্তি পাবে।
সুমন বলেন, “রোমান্টিক ধাঁচের এ সিনেমাতে বাপ্পী-মাহি জুটিকে ভিন্নরূপে দেখবে দর্শক।
বিশেষ করে অ্যাকশন ও নাচের দৃশ্যগুলোতে নতুনত্বের ছোঁয়া পাওয়া যাবে। ”
সিনেমাতে দেখা যাবে, গরিব পরিবারের তরুণ বাপ্পী অসুস্থ মাকে বাঁচানোর জন্য অর্থের প্রয়োজনে বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নেয়। অনেক তরুণীকে সে প্রেমের ফাঁদে ফেলে। একপর্যায়ে মাহির সঙ্গে তার দেখা হয়। মাকে বাঁচানোর অভিযানে বাপ্পীর পাশে দাঁড়ায় মাহি।
এদিকে, ওয়াজেদ আলী সুমন বাপ্পী ও আঁচলকে নিয়ে নির্মাণ করছেন ‘আজব প্রেম’ সিনেমা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।