ও দুটি চোখের পানে তাকিয়ে আমি বুঝেছিলাম
ও চোখজোড়া আমায় পোড়াবে খুব ,
তবু আমি ওই চোখে চোখ রেখে হারিয়েছিলাম
দেখেছিলাম ও চোখে আমার আকাশ ।
আকাশের শুভ্র মেঘের বালুচরে
আমি ভেঙেছিলাম আমায় খুব,
শুধু তোমার পাশে বসে থাকতে
আমি বুনেছিলাম এতসব গল্প ।
আমার আঙ্গিনায় স্পর্শ করে গেছে যে
ভালোবাসার রোদ
তা চিরদিনই তোমার জন্যে
বরাদ্ধ থেকে যাবে ।
আমার নৈঃশব্দের বাঁধ সরব করেছো তুমি
তোমার দু’হাত ধরে ,
তখনই আমি বুঝেছিলাম
এ হাতদুটো স্পর্শ করতে না পারলে
আমার কষ্ট হবে খুব ।
আমার অনুভবের হৃদপিণ্ডে
তোমার পরিধি ক্রমাগতই বাড়ছে ,
তোমার নিঃশ্বাসের প্রতিটি প্রতিশব্দ
আমার কাছে অনেক পরিচিত এখন ।
তোমার নরম গালে গোধূলির আলো পড়ে
তা দেখে আমার হৃদয়ের কম্পমান ভালোবাসার কণারা
ছোটাছুটি করে ।
আমি খুব বুঝতে পারছি তোমার মায়াবী ঠোঁটে
আমি আচ্ছন্ন হয়ে পড়ছি ,
তবু বিকেলের আলোয়
তোমায় দেখার ইচ্ছে আমার ফুরোবেনা ,
তোমার হাত ধরে হাঁটার ইচ্ছে আমার
কখনই শেষ হবেনা ।
আমি তোমাতেই ডুববো-ভাসবো
কল্পনা-বাস্তবতার স্রোতে,
প্রতিদিন-প্রতিবার প্রথম করে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।