আমাদের কথা খুঁজে নিন

   

তোমার ভালোবাসার সুবাস

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তোমার ভালোবাসার সুঘ্রাণগুলো আজ বিকেলের রোদে ভেসে এলো
আজ তোমার মেহেদি হাতের স্পর্শগুলো কুয়াসাআকাশে ভাসলো
আজ তোমার নিবেদিত প্রেমের সেই চোখদুটি বাতাসে কোলে হাসলো
আজ তোমাকে ভালোবেসে স্বগসুধার ভীড়ে ভীষণ এলোমেলো।

তোমার ভালোবাসার পাঁপড়িগুলো আজ ঝুরঝুর ঝরছে
তোমার ভালোবাসার উষ্ণতাগুলো আজ মেঘদের সরালো
তোমার হৃদয়ের প্রদাহে গ্রীষ্মের দাবদাহে প্রথম বৃষ্টি ঝরলো
তোমার ভালোবাসার বৃষ্টিতে আজ শীত বিকেল ভরছে।



তোমার ভালোবাসার সুবাসিত রক্তের স্রোতে এলো মদিরতা
তোমার স্পর্শের বানে এলো স্পন্দন
তোমার প্রশ্বাসের প্রবলতায় জন্ম হলো গুচ্ছ গুচ্ছ কবিতা
পুকুরে জল নেই,পদ্ম ভাসে, আহা ! তোমার সাথে কেমন রমণ।

তোমার ভালোবাসার সুবাসগুলো আজ ভেসে এলো শীত বিকেলে
বহুদিন পর তোমাকে ভালোবাসলাম, নির্জন রাত্রির কোলে।
২০.০১.২০১৪

তোমার ভালোবাসার সুবাস
শাফিক আফতাব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.