আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে লাইকস প্লানেটে কাজ করে টাকা উইথড্র করবেন

কীভাবে লাইকস প্লানেটে কাজ করে টাকা ইনকাম করা যায় তা গত ২ টি পর্বে আমি দেখিয়ে দিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন।
http://www.techtunes.com.bd/outsourcing/tune-id/270323
http://www.techtunes.com.bd/outsourcing/tune-id/270430
যারা অলরেডি লাইকস প্লানেটে সাইন আপ করে কাজ শুরু করেছেন অথচ চিন্তা করছেন এই টাকা কীভাবে উইথড্র করবেন তাদের বলি চিন্তার কোন কারণ নাই।
বলে রাখি লাইকস প্লানেট শুধু ওকেপে এবং পেপাল সাপোর্ট করে।   লাইকস প্লানেট, পেজা সরাসরি সাপোর্ট করে না।

কিন্তু  লাইকস প্লানেট থেকে অতি সহজে পেজাতে টাকা ট্রান্সফার করা যায়। এজন্য প্রথমে ওকেপেতে টাকা ট্রান্সফার করতে হবে। ওকেপে আবার ইগোপে সাপোর্ট করে। ওকেপে থেকে ইগোপেতে টাকা পাঠাতে কয়েক মিনিট লাগে এবং কোন ট্রান্সফার ফি লাগে না। ইগোপে থেকে আবার পেজাতে পাঠানো যায় ইন্সট্যান্ট এবং ফ্রি চার্জে।


লাইকস প্লানেটে যদি মিনিমাম .১ ডলার ইনকাম করে থাকেন তাহলে সেটা তৎক্ষনাত ওকেপেতে সেন্ট করতে পারবেন।
ওকেপেতে সাইন আপ করা অত্যন্ত সহজ। তাই দেখানোর প্রয়োজন মনে করলাম না। কিন্তু ওকেপে থেকে কীভাবে ইগোপেতে টাকা ট্রান্সফার করবেন তা নিচের চিত্রে দেখুন।

চিত্রের ন্যায় operations এ ক্লিক করুন।



এরপর withdraw money তে ক্লিক করুন।

স্ক্রল ডাউন করে নিচে ইগোপে দেখতে পাবেন। ঐ খানে ক্লিক করলে আপনার ইগোপের মেইল চাবে। তখন মেইল দিয়ে সেন্ড করবেন।
বলে রাখা বাহুল্য যে, ওকে পে থেকে ইগোপেতে টাকা ট্রান্সফার করতে মিনিমাম ১.৫ ডলার লাগে।

.১ ডলার সেন্ট করতে পারবেন না। .১ মানে মাত্র ৭.৫ টাকা। এখন ৭.৫ টাকা তো কোন ব্যাংকে এমনকি বিকাশও সাপোর্ট করে না। এই জন্য মিনিমাম ১.৫ ডলার হলে আপনি ওকেপে থেকে ইগোপেতে টাকা ট্রান্সফার করতে পারবেন।
ওকেপেতে সাইন আপ করার সময় ন্যাশনাল আইডি কার্ডের নাম অনুযায়ী সাইন আপ করবেন।


কারন ওকে পে এখন বর্তমানে ভেরিফাইড আইডি ছাড়া টাকা উইথড্র করতে দেয় না। ভেরিফাই করার জন্য আপনাকে আপনার আইডি কার্ড এর স্ক্যান কপি আপলোড করে দিলেই চলবে। এপ্রুভ হতে মাত্র ১ দিন লাগে।
সব ঠিক থাকলে ইগোপেতে টাকা ট্রান্সফার হয়ে যাবে।
ইগোপেতে কাজ করা অত্যন্ত সহজ।


উইথড্র অপশনে গিয়ে দেখবেন পেজা অপশন আছে।
পেজাতে টাকা সেন্ট হতে মাত্র ১ দিন লাগে।
পেজাতে টাকা চলে আসলে উইথড্র অপশনে গিয়ে দেখবেন বাংলাদেশের সকল ব্যাংক সাপোর্ট করে। যেকোন একটি ব্যাংকের ফুল ডিটেইলস দিয়ে উইথড্র দিলে পেজা থেকে বাংলাদেশের ব্যাংকে আসতে সর্বোচ্চ ৭ দিন লাগে।
[আপনি যদি এই সব সহজ নিয়মকে মনে করেন অনেক বড় কঠিন ঝামেলা তাহলে আপনি বাংলাদেশ ত্যাগ করতে পারেন।

কি করবেন, বলেন বাংলাদেশরে এই সব কম্পানি দেশই মনে করে না। এইজন্য পেমেন্টে এত ঝামেলা পোহাতে হয়। ]
বিস্তারিত আরও তথ্য জানতে আমার ব্লগ ভিজিট করতে পারেন। আমার ব্লগে শুধু লাইকস প্লানেটে কাজ করে কিভাবে দিনে ৩ ডলার ইনকাম করা যায় তার বিস্তারিত টিউটোরিয়াল দেওয়া আছে।
যদি আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকে অথবা আরও কোন তথ্য অথবা সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার ব্লগের নিচে আমার ফোন নাম্বার এবং ফেসবুক লিংক আছে।


ব্লগের ঠিকানা এখানে।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.