ব্রাজিল মানেই যেন ফুটবল আর সাম্বা নাচ। ফেব্রুয়ারির শেষেই রিও ডি জেনিরোতে শুরু হবে কার্নিভাল। সেই উৎসবের প্রধান আকর্ষণ সাম্বা নাচই। কার্নিভালে দেশ বিদেশের দর্শকদের মন জয় করতে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাম্বা নাচের শিল্পীরা।
ব্রাজিলের কার্নিভাল মানেই জমকালো উৎসব।
প্রতিবছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেন এই ঝলমলে কর্নিভাল দেখতে। এবছর ফেব্রুয়ারির শেষে শুরু হবে কর্নিভাল। উৎসবের সময় সাম্বা নাচে অংশ নেবে বহু সংগঠন।
আর সেরার সেরা হওয়ার জন্য জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে রিও ডি জেনিরোর নাচের স্কুলগুলো। সারা বছরই একটু একটু করে উৎসবের জন্য নিজেদের তৈরি করে তোলেন এই শিল্পীরা।
আর প্রস্তুতির জন্য খরচ হয় লক্ষ লক্ষ টাকা।
উল্লেখ্য, কার্নিভালের মুখে এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। উৎসবের দিন যাতে কোনও ভুল ত্রুটি না হয় তার জন্য প্রাণপন চেষ্টা চালাচ্ছেন শিল্পীরা। আর এই প্রস্তুতি দেখতেও ভিড়ের কমতি নেই।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।